রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
দেশকে এগিয়ে নিতে হবে প্রযুক্তির ব্যবহার করে
বুধবার (৯ নভেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমার কাছে খুব অবাক লাগছে যে আমাদের সন্তানরা এত স্মার্ট চিন্তা ভাবনা করছে। তারমানে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। ২০০৮ সালে আমাদের ডিজিটাল বিপ্লব শুরু হয়েছিলো। তখন অনেকেই অনেক কথা বলেছিলেন কিন্তু এখন কোন কথা বলার সুযোগ নেই।
জেলা প্রশাসক বলেন, বর্তমানে ইন্টারনেট ছাড়া আমরা কোন চিন্তাই করতে পারি না। করোনার সময় যখন বিশ্ব স্থবির হয়ে গিয়েছিলো তখন আমরা ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন কাজ করতে সক্ষম হয়েছি।
জেলা প্রশাসক আরো বলেন, আমাদের সন্তানদের প্রযুক্তি সক্ষম করে গড়ে তুলতে হবে। আমরা শিখছি কিন্তু যথাযথভাবে জানছি না। আমাদের দায়িত্ব হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের পারদর্শী করে গড়ে তোলা। তথ্য প্রযুক্তির ব্যবহার করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. হেদায়েত উল্যাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা প্রমূখ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের গোপনীয় সহকারি মো. মামুনুর রশিদের সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সরকারি সেবামূলক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনার পূর্বে এসব প্যাভিলিয়নগুলো পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.