শিরোমনি ডেস্ক রিপোর্ট: প্রধান বিরোধী দল বিএনপি সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী নানা কর্মসূচি নির্ঝঞ্ঝাটে শেষ করলেও গতকাল সোমবার বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়ে উত্তাপ। পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে বাধার মুখে পড়েন দলটির নেতাকর্মীরা। হয়েছে সংঘাত, গুলি, ভাঙচুর, লাঠিপেটা, অগ্নিসংযোগ ও ধরপাকড়। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি এবং বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গতকাল দেশজুড়ে এ কর্মসূচির ডাক দেয় বিএনপি।বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে বিএনপি নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি বেশ কিছু গাড়ি ভাঙচুর করে দলটির কর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাটিপেটা, মুহুর্মুহু কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের নামে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার জন্য পুলিশকে দায়ী করছে বিএনপি। তবে পুলিশ বলছে, বিএনপি পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়েছে। এ হামলায় পুলিশের ১৫ সদস্য রক্তাক্ত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।