দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকলকে স্বাস্থ্যবিধি মেনে ইদ উদযাপনের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২০ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান বলে বঙ্গভবনের প্রেস উইং থেকে জানানো হয়েছে।
প্রেস উইং থেকে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশবাসীকে ইদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সকলের প্রতি স্বাস্থ্যবিধি মেনে ইদ উদযাপনের আহ্বান জানান।
করোনাভাইরাস মহামারির মধ্যেই বুধবার (২১ জুলাই) কোরবানির ইদ উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এবার এমন এক সময়ে ইদ এসেছে যখন মহামারির মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে দেশের মানুষকে।
ইদের দিন গত বছরের মত এবারও বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি। পরে ভিডিও বার্তায় দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানাবেন তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]