ডেস্ক রিপোর্ট দৈরিক শিরোমণিঃ নগরীর আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বুচিতলায় দিনে-দুপুরে দূর্ধর্ষ চুরি ঘটনার মাত্র ৩দিনের মাথায় তেলিগাতী মধ্যপাড়ার ফুলবাড়ীগেট বাজারের আরএফএল কুকারিচের মালিক শহিদুল ইসলামের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির খবর পাওয়া গেছে। রবিবার দিবাগত ভোররাতে বাড়ীর ২৫/৩০ফিট উচু বাউন্ডারী টপকে ভিতরে প্রবেশ করে গ্যারেজ ও সিড়ি ঘরের তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে বাড়ীর সকলকে দেশীয় অন্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ স্বর্ণালঙ্গারসহ প্রায় ৫ লক্ষটাকার মালামাল মাত্র ১ঘন্টার মধ্যে লুট করে নিয়ে যায় সংঘবন্ধ এই ডাকাতদল। এ সময় শহিদুল ইসলামের ছেলে ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র আব্দুল বারী চিৎকার দিলে তার মাথায় ও হাতে আঘাত করে আহত করে।বাড়ীর মালিক শহিদুল ইসলাম জানায়, রবিবার দিবাগত ভোর সাড়ে ৩টার দিকে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তিনতলা বাড়ীর দুইতলার নিজ কক্ষের দর্জা খোলে। দর্জা খোলা পেয়ে ৪/৫জন মুখোশধারী অল্প বয়েসি যুবক ঘরের মধ্যে প্রবেশ করে গামছা এবং ওড়না দিয়ে তার হাত-পা বেধে ফেলে। দেশীয় অস্ত্রেমুখে(ছুরি-চাকু) জিম্মি করে কক্ষ থেকে নগদ ৫০হাজার টাকা, প্রায় ৪লক্ষ টাকার স্বর্ণালঙ্গার এবং দুটি দামী মোবাইল ফোন নিয়ে নেয়। পাশে আমার ছেলের কক্ষে আরো ২/৩জন মুখোশধারী যুবক প্রবেশ করে তাকেও জিম্মি করে তার মানিব্যাগ নিয়ে নেয় এ সময় সে চিৎকার দিলে তার মাথায় এবং হাতে দেশী অস্ত্র দিয়ে আঘাত করে তাকে আহত করে। ফজরের আযানের কয়েক মিনিট আগে তারা বাড়ীর পশ্চিম পার্শের বাউন্ডারী টপকে পালিয়ে যায়। শহিদুল ইসলাম বলেন বাড়ীর পশ্চিম পাশের ২৫/৩০ফিট উচু বাউন্ডারী মই দিয়ে টপকে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা অত্যাধুনিক তালাকাটা মেশিন দিয়ে গ্যারেজের তালা এবং সিড়ি ঘরের হ্যাজবোল্ড ভেঙ্গে ফেলে। মাত্র ১ ঘন্টার মধ্যে ডাকাতি করে মালামাল লুট করে পালিয়ে যায় ৭/৮ জনের ডাকাতদল। তিনি জানয় যারা ডাকাতি করতে এসেছিল তাদের বয়স ২৫/৩০ বছর হবে এবং প্রত্যেকে মুখে কাপুড় বেধে প্রবেশ করে। এ ঘটনায় পুলিশের উর্ধতন কর্মকর্তা ও আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আসামীদের গ্রেফতার এবং মালামলা উদ্ধারের আশ^াস প্রদান করেন। আড়ংঘাটা থানার ডিউটি অফিসার বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য গত ১৬জুন তেলিগাতী বুচিতলার ফুলতলা উপজেলার উপ-সহকারী কৃর্ষি কর্মকর্তা মো. মনজুর আলম বাপ্পির বাড়ীতে দিনে-দুপুরে ঘরের দর্জার হ্যাজবোল্ড ভেঙ্গে নগদ অর্থ ও স্বার্ণালঙ্গারসহ আনুমানিক মূল্য প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার মামামাল চুরি করে নিয়ে যায়। ঐ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছে মনজুর আলম বাপ্পি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]