ইমরান শেখ, কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধি : “কোভিট-১৯ এর ভয় আর নয়” বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় পৌঁছিয়েছে কোভিট-১৯ প্রতিরোধক টিকা।
রবিবার সকালে (৭ ফেব্রুয়ারী২০২১) সারা বাংলাদেশের ন্যায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় ও কোভিট-১৯ টিকা উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় (ইউএনও)। তিনি কোভিট-১৯ টিকা গ্রহণের পর তার প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।
তিনি বলেন – আমিও কোভিট-১৯ টিকা নিয়েছি, আপনারাও ভুল বিভ্রান্তি ছেড়ে অন-লাইনে রেজিঃষ্ট্রেশনের মাধ্যমে কোভিট-১৯ প্রতিরোধ টিকাটি গ্রহণ করুন। অন-লাইনে রেজিঃস্ট্রেশান করে কাশিয়ানী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এসে কোভিট-১৯ টিকা গ্রহণ করবেন।