করোনা প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ১৬ লাখ ২২ হাজার ৩৭০ জন। এর মধ্যে রয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না এবং চীনের তৈরি সিনোফার্ম।
সোমবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে আজ (৮ নভেম্বর) করোনা টিকার ১৪ লাখ ৫০ হাজার ৫৫৩ ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১১ লাখ ১৬ হাজার ৭৫৫ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৭৯৮ জন।
এখন পর্যন্ত মোট ৭ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ১২৫ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। তারমধ্যে ৪ কোটি ৬৭ লাখ ৮ হাজার ৭৫৫ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ১৬ লাখ ২২ হাজার ৩৭০ জন।
এ ছাড়া ৬ কোটি ৩৭ লাখ ১১ হাজার ৩৮ জন এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]