ঢাকায় এসেছে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা। রাতে আলাদা দুটি ফ্লাইটে চীন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এসব টিকা।
শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে রাত ১১টা ৩৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় টিকা। রাত ৩টায় আরও ১০ লাখ ডোজ টিকা আসে।
গত ২৭ মে একনেক সভায় চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদিত হয়। পরে ১৪ই জুলাই চীন থেকে টিকা কেনার বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়। গেল মাসের ৩রা ও ৪ঠা জুলাই দুই ধাপে ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে আসে।
এর পর শনিবার (১৭ জুলাই) রাতে দুই ধাপে রাজধানীতে পৌঁছেছে আরও ২০ লাখ ডোজ টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে টিকার চালানটি গ্রহণ করেন ইপিআই পরিচালক সামশুল হক। তেজগাঁওয়ে টিকা সংরক্ষণাগারে রাখা হচ্ছে এই টিকা। চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে দেড় কোটি ডোজ টিকা আসবে সিনোফার্মের।
এর আগে, গত ১২ মে চীনের কাছ থেকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার পায় বাংলাদেশ। পরে ১৩ জুন সিনোফার্মের আরও ছয় লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠায় চীন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]