দেশে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ কার্যক্রম। এখন পর্যন্ত ৬ লাখ ১৪ হাজার ৭৬৩ জন মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) রাজধানীরসহ সারাদেশে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৪১ হাজার ৯০০ জনকে।
শনিবার (১৫ জানুয়ারি ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।
গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১২ হাজার ৩০৪ জনসহ ঢাকা বিভাগে ১৮ হাজার ৫৫১ জন, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৯৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৩ হাজার ৩৫১ জন, রাজশাহী বিভাগে ৪ হাজার ১৯০ জন, রংপুর বিভাগে ৫ হাজার ২১১ জন, খুলনা বিভাগে ৫ হাজার ৭৯২ জন, বরিশাল বিভাগে ৮৪৮ জন এবং সিলেট বিভাগে ১ হাজার ৯৭৫ জন বুস্টার ডোজ নিয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]