দেশে করোনার টিকা গ্রহণকারীর সংখ্যা প্রায় সোয়া ১৬ কোটি ছুঁই ছুঁই করছে। গত বছরের (২০২১ সালের) ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট টিকা নিয়েছেন ১৬ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৭৯১ জন। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৯ কোটি ৮০ লাখ ৬৯ হাজার ৪৫০ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ কোটি ২৭ লাখ ৪ হাজার ৫৫ জন। এছাড়াও বুস্টার ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ১৬ লাখ ৭০ হাজার ২৭৬ জন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
দেশে টিকাদান কর্মসূচি শুরুর দিকে শুধুমাত্র ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হতো। পরবর্তীতে পর্যায়ক্রমে ফাইজার, মর্ডানা, সিনোফার্ম এবং সিনোভ্যাকের টিকা দেওয়া শুরু হয়।
রাজধানীসহ সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৯ লাখ ৭১ হাজার ২৯৭ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৩০৯ জন। এছাড়াও দ্বিতীয় ডোজের ৫ লাখ ৮৫ হাজার ৪০৪ জন এবং বুস্টার ডোজের টিকা নিয়েছেন ৯২ হাজার ৪৮৪ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২৯৫ জন ও নারী এক লাখ ৪৮ হাজার ১৪ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ দুই লাখ ৮১ হাজার ৫৬৫ জন ও নারী তিন লাখ ৩ হাজার ৮৩৯ জন। এছাড়াও বুস্টার ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৭ হাজার ১৮৬ জন পুরুষ ও ৩৫ হাজার ৩৯৮ জন নারী।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]