শেখ মাহাবুব আলম খুলনা বিশেষ প্রতিনিধি :
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক হুমায়ুন কবীর বালু হত্যা মামলার চাঞ্চল্যকর রায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীরা হলো- নজু ওরফে রিপন, জাহিদ ওরফে সবুজ, রিমন ওরফে জাহাঙ্গীর ও মাসুম । এ রায় ঘোষণার সময় জাহাঙ্গীর পলাতক ছিল। ২০০৪ সালের ২৭ জুন হুমায়ূন কবীর বালু নিজ কর্মস্থল দৈনিক জন্মভূমির প্রধান ফটকে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছিলেন। এ ঘটনায় পুলিশ পৃথক দুইটি মামলা দায়ের করে।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মোহাম্মদ আব্দুস সালাম শিকদার সাংবাদিক বালু হত্যা মামলার সব আসামীকে বেকসুর খালাস দেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]