1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

দৈনিক রাজবাড়ী কন্ঠর প্রকাশকের বিরুদ্ধে মামলা,প্রতিবাদে মানববন্ধন

নাজমুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

নাজমুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী থেকে প্রকাশিত দৈনিক রাজবাড়ী কন্ঠর প্রকাশক প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান খান এর বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সর্বস্তরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পরে পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য প্রদান করেন, রাজবাড়ী জেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট খান মোঃ জহুরুল হক । এ সময় জেলার পাঁচটি উপজেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলেন, রাজবাড়ী জেলা থেকে নিয়মিত প্রকাশিত রাজবাড়ী কন্ঠ পত্রিকার সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান খান পত্রিকাটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দলনিরপেক্ষ একটি সংবাদপত্রের পৃষ্ঠপোষকতা করে আসছেন। শুধুমাত্র পত্রিকার প্রকাশনায় নয়, একজন নিঃস্বার্থ সমাজসেবক এবং অরাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি এতদ্বঞ্চলের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ সহ জনহিত কর কর্মকান্ড পরিচালনা করে আসছেন। এমনকি সাম্প্রতিক সময়ে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের দিন”

গত ৫ই আগষ্ট তিনি রাজধানী ঢাকার উত্তরায় সক্রিয় অংশগ্রহণ নিজের অর্থে বৈষমবিরোধী ছাত্র জনতার মধ্যে খাবার পানি ও কোমল পানীয়, বিতরণ ও রাজধানী ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে শাহাদাত বরণকারী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বীর ছাত্র শহীদ সাগরের কবর জিয়ারত এবং তার পরিবারের পাশে একটি স্মৃতিজ্ঞ ও তোরন নির্মাণের প্রতিশ্রুতি কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় সমর্থক হিসেবে বিভিন্নভাবে অংশগ্রহণের পর ও একটি স্বার্থান্বেষী মহল ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান খানকে উদ্দেশ্যমূলক রাজধানী ঢাকার মিরপুর, সাভার থানায় দু’টি মামলায় আসামির শ্রেণীভুক্ত করা হয়েছে। এছাড়া রাজবাড়ীর কালুখালি বিভিন্ন থানায় বিভিন্ন ব্যক্তিকে দিয়ে কাল্পনিক ঘটনা উল্লেখে মামলা দায়েরের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা রাজবাড়ীর সাংবাদিক সমাজ সুস্পষ্টভাবে বলতে চাই, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় কোন ব্যক্তি জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা দায়ের সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে আমাদের কোন কথা নেই। কিন্তু কোন ঘটনার সাথে ন্যূনতম সম্পৃক্ততা নেই এমন ব্যক্তির বিরুদ্ধে
মামলা দায়েরের ঘটনায় আমরা হতবাক ও বিস্মিত । কারণ প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান খান নিজের চোখের চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দেশের বাইরে অবস্থান করেন এবং ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে গত ৬ আগস্ট থেকে ১২ ই আগস্ট পর্যন্ত সময়কাল দেশের বাহিরে অবস্থান করেন। কিন্তু দেশের বাহিরে অবস্থানকালীন সময়ের ঘটনা উল্লেখ্যে মামলা দায়ের ও আসামির শ্রেণীভুক্ত করার ঘটনা সত্যিই অনভিপ্রেত । রাজবাড়ীর সাংবাদিক সমাজের পক্ষ থেকে এহেন ঘটনার তীব্র নিন্দা এবং নিরপেক্ষ তদন্ত্র সাপেক্ষে উল্লেখিত মামলা সমূহ থেকে অব্যাহতির দাবি জানাচ্ছি। তা না হলে আইনের শাসন ও ন্যায় বিচার বাধাগ্রস্থ হয়ে পড়বে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি