সোহেল মিয়াঃ দোয়ারাবাজার, সুনামগঞ্জ থেকে: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে
জিওবি ইউনিসেফ এর অর্থায়নে, প্র্যাকটিক্যাল এ্যাকশনের কারিগরি সহায়তায় ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) কর্তৃক বাস্তবায়িত Accelerated Sanitation and Water for All (ASWA)-II প্রকল্পের মাধ্যমে পাড়ার সামাজিক নেতৃবৃন্দের নেতৃত্বে অর্জনকৃত খোলা জায়গায় মলত্যাগ মুক্ত পাড়া যাচাই করেন দোয়ারাবাজার উপজেলা ওয়াটসান কমিটি কর্তৃক মনোনীত যাচাই কমিটি।
এসময় যাচাই কমিটির পক্ষে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার,স্যানিটারী ইন্সপেকটর,ঢাকা আহসানিয়া মিশন এর প্রতিনিধি, অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য, নরসিংপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশ উন্নয়ন কমিটির সভাপতি সহ এলাকাবাসী। আরো উপস্থিত ছিলেন এলাকা সমন্বয়কারী, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, ASWA-II প্রকল্প, ভার্ক, দোয়ারাবাজার এবং ওয়াশ ফ্যাসিলিটেটর ও কমিউনিটি ভলান্টিয়ার, ভার্ক, নরসিংপুর ইউনিয়ন, দোয়ারাবাজার, সুনামগঞ্জ।