রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
দোয়ারা বাজারে নতুন রাস্তা পেয়ে খুশি গ্রামবাসী
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
দোয়ারাবাজারের ১নং বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের শতাধিক পরিবারের স্বপ্ন পূরণ হলো। গ্রামটি পত্তনের ৫০ বছর পর চলাচলের সুবিধার জন্য একটি রাস্তা পেল তারা।স্হানীয়ভাবে জানা গেছে, সরকারী খাস জমির মধ্যে বসতবাড়ি নির্মাণ করে ৫০ বছর ধরে বাস করছিলো গ্রামবাসীরা। কিন্তু তাদের যাতায়ায়াতের জন্যে ছিল না কোনো সুব্যবস্থা। পরিবার গুলোর যাতায়াতের পথ ছিলো জমির আইল। তবে দেড় কিলোমিটার মাটির রাস্তা নির্মাণের মাধ্যমে ওই পরিবার গুলোর কষ্ট লাঘব করা হয়েছে এবং তারা বেশ খুশি বলে জানিয়েছে। কলোনী গ্রামের বাসিন্দা আবুল হাশেম, আব্দুল জব্বার, চান্দু মিয়া, হারুন মিয়া জানান, গত ৫০ বছর আগে তাদের বাবা দাদা কলোনী গ্রামের সরকারী খাস জমির মধ্যে বসতি নির্মাণ করে বসবাস করে আসছেন। তাদের যাতায়াতের জন্য ছিলো না কোনো রাস্তা। এমনকি জমির মধ্যে দিয়ে রাস্তা নির্মাণ করা কষ্টকর হওয়ায় কোনো জনপ্রতিনিধিই এতো দিন এগিয়ে আসেননি। সম্প্রতি বাংলাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার ধন মিয়ার কাছে কলোনী গ্রামের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণের দাবি করেন এলাকাবাসী। শেষ পর্যন্ত এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে দেড় কিলোমিটারের মাটির রাস্তা নির্মাণ করা হয়।এ বিষয়ে ইউপি মেম্বার ধন মিয়া জানান, তার ওয়ার্ডের কলোনী গ্রামের প্রায় শতাধিক পরিবার দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় যাবৎ বিলের মধ্যে বসবাস করে আসছে। পরিবারগুলোও গ্রামের মূল সড়ক থেকে বিছিন্ন ছিলো। তাই বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন রানা মাষ্ঠারের পরামর্শে ওই পরিবারগুলোকে গ্রামের মূল সড়কের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে রাস্তা নির্মাণ শুরু করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.