নাজমুল হোসেন, রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীর শাখা নদীর পানিতে ডুবে রবিন (১২) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ ২০শে জুন মঙ্গলবার সকাল অনুমান ৯ ঘটিকা সময়ের দিকে দৌলতদিয়ার ক্যানাল ঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলে
এর পাড়ার গ্রামের বাসিন্দা পিতা মোঃ রফিক ও মাতা মোসাঃ ময়না বেগমের একমাত্র ছেলে।
সে দৌলতদিয়া ইউনিয়নের বড় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণির ছাত্র।
নিখোঁজ রবিন শেখের নানা আহেদ শেখ জানান,
রবিন শেখ এর বড় বোনের ছেলের সাজ্জাতের সাথে নিয়ে পদ্মা নদীর শাখা নদীতে নতুন পানি আসায় গোসল করার জন্য যায়। নদীতে প্রচন্ড স্রোত থাকায় রবিন পানিতে তলিয়ে যায়।
এ সময় শিশুদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করে এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ও ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করে। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, গোয়ালন্দ ফায়ার সার্ভিসে কর্মীরাসহ মানিকগঞ্জের ডুবুরি দল দিয়ে উদ্ধার অভিযান চলছে বিকেল চারটা পর্যন্ত নিখোঁজ হয়ে যাওয়া শিশুটির কোন খোঁজ পাওয়া যায়নি।