নাজমুল হোসেন, রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়া ১৬ কেজি ১০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ২০ হাজার ১২৫ টাকায়।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৬ টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী ও যমুনা নদীর মোহনা থেকে প্রভাত হালদারের জালে কাতল মাছটি ধরা পরে।
এরপর সকাল সাড়ে ৭ টার দিকে দৌলতদিয়া ঘাটের রওশনের আড়ৎতে প্রকাশ্যে নিলামে প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা ধরে মোট ১৯ হাজার ৩২০ টাকায় মাছটি ক্রয় করেন মাছ ব্যবসায়ী মোঃ শাহজাহান শেখ।
শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মোঃ শাহজাহান শেখ জানান, দুপুরে মাছটি প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ১২৫ টাকায় রাজধানী ঢাকায় এক ক্রেতার কাছে বিক্রি করেছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]