মোজাম্মেল হক, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোরাপ মন্ডল পাড়া ৫নং ওয়ার্ড জলিল মেম্বারের বাড়ীর সামনে মাঠ চত্তরে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার ফেরিওলা হাবিবুর রহমান বিপি
এম(বার),পিপিএম(বার),ডিআইজি ঢাকারেঞ্জ এবং চেয়ারম্যান উত্তরন ফাউন্ডেশন এর সার্বিক ব্যববস্খাপনায় ১৪’শ অসহায় নারী ও দুস্থদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরন।সোমবার (১০ মে ) দুপুর ১ টার সময় দৌলতদিয়া সোরাপ মন্ডল পাড়া ৫ নং ওয়ার্ড
জলিল মেম্বার বাড়ীর সামনে মাঠ চত্তরে উত্তরন ফাউন্ডেশনের উদ্যোগে রাজবড়ী পুলিশ সুপার শাকিলুজ্জামান এর সার্বিক তত্বাবধানে করোনা কালীন সময় অসহায় নারী ও দুস্থদের মাঝে ১৪’শ ঈদ বস্ত্র বিতরন করা হয়।প্রত্যেক অসহায় নারী ও দুস্থদের
দেওয়া হয়, ১টি করে শাড়ী কাপড় ও লুঙ্গী।সে সময় অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম বলেন, করোনা কালীন সময় একটি বছর যৌনপল্লীর বাসীন্দারা অসহায় জীবন যাপন করছে। তাদের পাশে থেকে খাদ্য বস্ত্র দিয়ে সাহায্য সহযোগীতা করে যাচ্ছেন মানবতার ফেরিওলা ডি আই জি হাবিবুর রহমান স্যার। ঈদ বস্ত্র অনুষ্ঠানে ইপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. শরীফউজ্জামান ,গোয়ালন্দ ঘাট থানা (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আব্দুল্লাহ্ আল-তায়াবীর, অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম,অসহায় নারী ঐক্য সংগঠনের সাধারন
সম্পাদিকা মনি বেগম, রতনা ,দুলালী প্রমুখ ।
১২ views