মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শনিবার (২৬ শে মার্চ) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ দিন প্রত্যুশে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, দৌলতপুর প্রেসক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তর্বক অর্পন করে। পরে উপজেলা চত্বরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্যরেডে অংশ নেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শনী করে। আলোচনা সভার শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। অপর দিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান এর সভাপতিত্বে স্বাধীনতা দিবসে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম রাজা, ,উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: আজিজুল হক,সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস ,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা, কৃষি কর্মকর্তা মো: রেজাউল হক,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইমদাদুর রহমান তালুকদার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,সাব-রেস্টিার উপমা নাগ, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা রনি সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান, সরকারী মতিলাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন,সরকারী পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : মিজানুর রহমান,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, চকমিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক,ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু,সাধারন সম্পাদক শাহ আলম, কৃষকলীগের আহবায়ক মিজানুর রহমান মিন্টু,যুবলীগের আহবায়ক হুমায়ন কবির শাওন, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান টিটু, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক নুরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন ,সাধারন সম্পাদক আতোয়ার রহমান প্রমূখ।