মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফায় ভ্যাকসিন ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ গণটিকাদান কার্যক্রম চলবে বেলা ৩টা পর্যন্ত।
সকালে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা ব্যবস্থা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছেন, প্রথম ডোজের ক্ষেত্রে দুদিনে এ লক্ষ্যমাত্রা পূরণ হলেও দ্বিতীয় ডোজে ৮০ লাখ লোককে একদিনেই টিকাদান সম্পন্ন করা হবে। সে লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব জেলায় টিকা পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রয়োজনে নির্ধারিত সময় বিকেল ৩টার পরও ভ্যাক্সিনেশন কর্মসূচি চালু রাখা হবে। দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় এ ক্যাম্পেইন হবে। আজ শুধু দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর যারা গণটিকার প্রথম ডোজ নিয়েছিলেন, টিকা কার্ড দেখিয়ে আজ তারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন। ২৮ সেপ্টেম্বর একদিনে ৮০ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। ফলে আরও একদিন বাড়িয়ে ২৯ সেপ্টেম্বরসহ ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেয়া হয়।
এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গত ২৮-২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ক্যাম্পেইনের দুই দিনে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭৮ লাখ ১১ হাজার ২১৬ জন। একই সঙ্গে এ সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন আরও ২ লাখ ৮২ হাজার ২০ জন। সবমিলিয়ে ওই দুই দিনে মোট প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জন।