দেশে নিয়মিত দ্রব্যমূল্যের বৃদ্ধি চলতে থাকলে নীরব দুর্ভিক্ষ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, দুর্ভিক্ষ পণ্যের অভাবে হয় না। পণ্য কেনার সামর্থ্যের অভাবে হয়। যেভাবে সবকিছুর দাম বাড়ছে কিন্তু মানুষের আয় কমছে। এভাবে নিয়মিত জিনিসপত্রের দাম যদি বাড়তে থাকে তাহলে বাজারভর্তি জিনিস থাকার পরও মানুষের না খেয়ে থাকতে হবে।
এ জন্য দুর্ভিক্ষ হতে পারে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এসডিসি) ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার ঘাটতি নেই’ শীর্ষক এক ছায়া সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় জিএম কাদের বলেন, দেশে আয় বাড়ানো সরকারি কর্মচারীর সংখ্যা খুব কম।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]