রিপোর্টার
স্পোর্টস ডেস্ক : শচীন টেন্ডুলকারকে আরেকটি রেকর্ডে পেছনে ফেললেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ডটিও নিজের করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক। বুধবার মানুকা ওভালে ২৩ রানে পৌঁছানোর পর এই মাইলফলকে পৌঁছান কোহলি। যার এই রেকর্ড করতে লাগলো ২৪২টি ইনিংস। ভারতের ক্রিকেট ঈশ্বর শচীনের এই দ্রুততম ১২ হাজার রান করতে লেগেছিল ৩০০টি ইনিংস। সে হিসেবে কোহলি এগিয়েছেন দ্রুতই। তৃতীয় ওয়ানডেতে ৬৩ রান করে ফিরেছেন তিনি।
এর আগের রেকর্ডগুলিতেও কোহলি ছিলেন দ্রুততম। ওয়ানডের দ্রুততম ৮ হাজার, ৯ হাজার, ১০ ও ১১ হাজার রানের মাইলফলকগুলিও তার দখলে। তাই ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, ১৩ হাজার ও ১৪ হাজারেও সবার আগে পৌঁছাবেন ভারতের এই ব্যাটিং সেনসেশন।
দ্রুততম ১২ হাজারে এগিয়ে যারা:
১. বিরাট কোহলি (২৪২ ইনিংস)
২. শচীন টেন্ডুলকার (৩০০ ইনিংস)
৩. রিকি পন্টিং (৩১৪ ইনিংস)
৪. কুমার সাঙ্গাকারা (৩৩৬ ইনিংস)
৫. সনাথ জয়সুরিয়া (৩৭৯ ইনিংস)
এই বিভাগের আরো সংবাদ
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]