রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২ | ২৮ শাওয়াল ১৪৪৬
ধর্মপাশায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ গণমিলনায়তনে আজ শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশন যৌথভাবে এই সভার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনতাসির হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার, মরতুজা আহমদ।প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব আমিমুল এহসান খানের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবদুর রহিম মিয়া,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম আজহারুল ইসলাম পি.কে,মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ।সভা পরবর্তী সময়ে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.