বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ
সালথায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু ।
রবিবার (২৫ অক্টোবর) তিনি প্রায় অর্ধশতাধিক গাড়ি বহর নিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত
সালথা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ, মন্ডপের পূজারী, ভক্ত ও পূন্যার্থীদের সাথে সংসদ উপনেতার পক্ষে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন, এবং পূজার আইন শৃংঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। এসময় তিনি তার মায়ের আশু রোগ মুক্তি কামনায় তার জন্য প্রার্থনা করার আহ্বান জানান।
পূজা মন্ডপ পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী প্রমুখ।
মন্ডপ পরিদর্শন কালে লাবু চৌধুরী বলেন, ধর্ম যার যার উৎসব সবার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করছে, করোনার কারনে এবার সল্প আয়োজনে পূজা উদযাপিত হচ্ছে, আমরা আশা করব, আগামীতে আপনাদের এই আনন্দ-উৎসবে আমরাও যোগ দিতে পারব। আমার মায়ের মত সর্বদা আমি আপনাদের পাশে আছি এবং থাকব।