নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ-নিপীড়নে জড়িতদের ‘অমানুষ’ আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নারী নির্যাতনের ঘটনাকে বর্বরতার চরম সীমা উল্লেখ করে আইন অনুযায়ী জড়িতরা সর্বোচ্চ শাস্তি পাবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে আমাদের (আওয়ামী লীগ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে উক্তিটি করেছেন, আমিও সেটি উল্লেখ করতে চাই। এরা (ধর্ষক-নিপীড়ক) মানুষ নয়, এরা অমানুষ হয়ে গেছে।’
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ধর্ষণের ঘটনায় যদি এমন হতো যে, আমরা চুপচাপ বসে আছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী চুপচাপ বসে আছে। তারা কিছুই করছে না। আমাদের স্থানীয় প্রশাসন কিছু করছে না। তাহলে আপনারা বলতে পারতেন, দেশে আইনের শাসন নেই।
আসাদুজ্জামান খান বলেন, স্থানীয় প্রশাসন বলেন, ইউএনও বলেন, ডিসি বলেন, এসপি বলেন- সবাই কিন্তু একযোগে কাজ করছে এসব ধর্ষক, সমাজবিরোধীদের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে, সচেতন রয়েছে। এ জন্যই আমরা মনে করি অপরাধীদের ধরতে পারছি। আমরা তাদের আইনের আওতায় আনতে পারছি। এখন দেখেন এই ধরনের ঘটনা ঘটলে সাধারণত যারা ভিকটিম তারা লুকিয়ে যায়, গোপন করে। কিন্তু আমরা যখনই অপরাধীদের দেখেছি, নিরাপত্তা বাহিনীর নজরে আসছে, তখনই তাদের ধরছি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার তো হচ্ছে। বিচার সব জায়গায় হচ্ছে। আমরা অনেক অভিযোগ পাচ্ছি। আমাদের নিরাপত্তা বাহিনী তদন্ত করছে। আপনারা জানেন, অনেক জায়গায় অভিযোগ উঠছে। যেটার সত্যতা মিলছে, ধরা হচ্ছে। আমরা কোনোটাই বাদ রাখছি না।
আসাদুজ্জামান খান কামাল বলেন, নোয়াখালীর ঘটনায় দুইজন বাদে সবাইকে ধরে ফেলেছি। এখানে কোনো রকমের গাফিলতি নিরাপত্তাবাহিনী দেখায়নি। খুব শিগগিরই আমরা তাদের আইনের মুখোমুখি করব।
এম এ হালিম
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]