নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণ এক ধরনের সন্ত্রাস। সরকার আইনের শাসনে বিশ্বাসী। ধর্ষকদের শাস্তির বিষয়ে কোনো আপস চলবে না। সারাদেশে বিভিন্ন স্থানে সংঘটিত হওয়া ধর্ষণ-হত্যার ঘটনার বিচার সরকার করছে। এজন্য দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
ধর্ষকদের শাস্তির বিষয়ে কোনো আপস নয় এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সরকার ধর্ষণের ঘটনার বিচার করছে। সবাই ধৈর্য ধরুন। এ নিয়ে প্রতিবাদের দরকার নেই।
সেতুমন্ত্রী বলেন, ধর্ষণ, হত্যার সঙ্গে জড়িত কোনো অপরাধীকে সরকার কখনো ন্যূনতম ছাড় দেয়নি। সরকার আইনের শাসনে বিশ্বাসী। যারাই এর সঙ্গে জড়িত থাকবে তাদের কেউ পার পাবে না।
সভায় রাজনৈতিক ট্যাগ দিয়ে ধর্ষণকে ভিন্নখাতে প্রবাহিত করলে বিচার বাধাগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।
এম এ হালিম
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]