মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে ঘরের জানালা ভেঙ্গে একই রাতে দুই বাড়িতে চুরির হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ মার্চ) রাত সারে ১১ টার সময় উপজেলার পৌর এলাকার উওর চকযদু ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার ওমর ফারুকের দুই তলা মাটির বাড়ির নিচ তলা ঘরের উত্তর দিকে জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতকারীরা।
এ সময় ঘরের ভেতরে থাকা ওয়ারড্রব, শোকেস ও স্টিলের আলমারির সিন্দুকের ড্রয়ার ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র, কাপড়চোপড় অগোছালো অবস্থায় যত্রতত্র ফেলে রেখে চলে যায়।
জানা গেছে, ওই সময় ঘরের ভেতরে স্বর্ণের জিনিস পত্র, টাকা পয়সা না থাকায় চোরের দল সেগুলো নিয়ে যেতে পারেনি। তবে আলমারির সিন্দুকের ভিতরে দুই প্যাকেটের একটিতে ১শ ডলার ও ৪শ ডলার রাখা ছিল। এগুলোর মধ্যে শুধু ৪শ ডলার নিয়ে যেতে সক্ষম হয়েছে।
অন্যদিকে ওইদিন রাতেই উপজেলার উত্তর চকযদু (থানার পেছনে) ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাই দুলালের বাড়ির জানালা কেটে একই কায়দায় চুরি সংঘটিত হয়েছে। ওইদিন রাতে কয়েক হাজার টাকা খোয়া গেছে বলে বাড়ির মালিক আব্দুল হাই দুলাল জানান।
ওয়ার্ড কমিশনার ওমর ফারুক জানান, ছেলে মেরিন ইঞ্জিনিয়ার বিদেশ থেকে কয়েকদিন আগে বাসায় এসেছে। আমার মনে হয় ডলার চুরি করতেই তারা আমার বাসায় ঢুকে ছিল বলে তিনি জানান।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী বলেন, ওই বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতকারীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২২০ views