মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে চতুর্থ ধাপে ৮টি ইউনিয়ন পরিষদে আজ রবিবার (২৬ ডিসেম্বর) ভোটগ্রহণ শুরু । ভোটের কথা শুনলে মনে পরে যায় ছোট বেলা ফেলে আসা উৎসব মাখানো ভোটের দিনের কথা। তবে এবারে নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে উৎসব ছড়ালেও ভোট গ্রহণের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে উদ্বেগ আর উৎকন্ঠা।জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে বিরতিহীন ভাবে চলবে ভোট গ্রহণ। ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে ভোট গ্রহনের সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনী এলাকাগুলোতে দলীয় প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে মারামারি-হানাহানিসহ ভাংচুর হয়েছে। উভয় পক্ষ থেকে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করার পাশাপাশি বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হবার ঘটনাও ঘঠেছে। তবে নির্বাচন সুষ্ঠ রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীদের পক্ষে নেয়া হয়েছে কঠোর প্রস্তুতি।এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামীলীগ দলীয় প্রার্থী চুড়ান্ত করে (নৌকা প্রতীক) বরাদ্দ দিলেও কেন্দ্রীয় সীদ্ধান্ত অমান্য করে দলের একাধিক নেতা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হয়ে নির্বাচনী মাঠ দখলে রেখেছেন। আর একই দলের একাধিক প্রার্থী হওয়ায় নির্বাচন উৎসবমূখর হওয়ার কথা থাকলেও রুপ নিতে পারে সংঘর্ষের দিকে। দলীয় প্রার্থীদের গলার কাটা হয়ে বর্তমানে অবস্থান করছে বিদ্রোহী প্রার্থীরা।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৭৪টি কেন্দ্রে ৪শত বুথের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবে। এর মধ্যে ৬টি ইউনিয়নে ৫৬টি কেন্দ্রে ৩০৮টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন চলবে এবং ২টি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ৯২টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন চলবে। ইউপি নির্বাচনে মোট ভোটার সংখ্যা রয়েছে ১লক্ষ ৩৮ হাজার ৪১৮জন তারমধ্যে ইভিএমে ভোটার রয়েছে ৩০হাজার ১৯০জন।এছাড়াও উপজেলা নির্বাচনে মোট ৪২৬জন প্রার্থী রয়েছে। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছে ৩৪জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে রয়েছে ৯৩জন ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন ২৯৯জন প্রার্থী।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা জানান, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার সাহিংসতা কিংবা কোন প্রার্থী আচরণবিধী লঙ্ঘন ঘটিয়ে আইনের ব্যত্যয় ঘটালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।