মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে আদিবাসী ধর্ম পল্লী থেকে বাবু লাল কিসকু (৫৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ।শনিবার (২৯ জানুয়ারি) সন্ধা সাড়ে ৭টায় বেনিদুয়ার ক্যাথলিক ধর্মপল্লী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত পশ্চিম রুপনারায়ণপুর নামক এলাকার মৃত টুইলা কিসকুর ছেলে।এবিষয়ে মৃতের ফুপাতো ভাই উইলিয়াম মুরমু জানান, আমার মামাতো ভাই দীর্ঘদিন শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার ভাইয়ের বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য ঘটনার দিন দুপুরে বাড়ি থেকে মিশনের ফাদারের উদ্দেশ্যে গিয়েছিল। পরে মিশনের ফাদারের নিকট থেকে বাসায় ফেরার পথে সে মারা যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয় বলেও জানান তিনি।এবিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বলেন, সে দীর্ঘদিন থেকে কিডনিসহ শরীরের নানান রোগে আক্রান্ত ছিলেন। আসলে অসুস্থতার কারনে তার মৃত্যু হয়েছে।ধামইরহাট থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, এটি একটি স্বাভাবিক মৃত্যু এবং নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।এবিষয়ে মিশনের ফাদার ফাবিয়ান মারান্ডী সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।
৪৭ views