রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
ধামইরহাটে আমেরিকা প্রবাসীর উদ্যোগে খেলাধুলার সামগ্রী বিতরণ
মো. রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে আমেরিকা প্রবাসী দম্পতির উদ্যোগে সোনালী সংঘ স্পোর্টিং ক্লাবে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০ টায় ক্লাবের সভাপতি মো. শামীম রেজার সভাপতিত্বে উপজেলা চত্বরে ধামইরহাট সোনালী সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ২০ জন তরুণ ক্রিকেটারদের মাঝে ফুটবল, ব্যাট, বল, গ্লবসসহ জার্সি বিতরণ করা হয়।
জানা গেছে, ধামইরহাটের টিএনটি এলাকার বিশিষ্ট সমাজসেবক প্রয়াত দলিল লেখক সফি উদ্দীনের বড় ছেলে আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. ফিরোজ হোসেন ও তার স্ত্রী দেলোয়ারা ফিরোজ দোলা দম্পতির ব্যক্তিগত উদ্যোগে এসব খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার(ইউএনও) গণপতি রায়, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছিব্বির আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল)মো.আফতাব উদ্দীন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোজাম্মেল হক কাজী, প্রবাসীর ছোট ভাই সোনালী সংঘ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. রুহেল আহম্মেদ, উপদেষ্টা মো. শিবলী সরকার, ক্রীড়া সম্পাদক কনকসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার ফিরোজ হোসেন ভার্চুয়াল বক্তব্যে বলেন "মাদককে না বলি খেলাধুলাকে প্রিয় করি।
তিনি বলেন, আমি ধামইরহাটের সন্তান।আমি আশা রাখি আমার এলাকার তরুণ প্রজন্ম এই সোনালী সংঘ স্পোর্টিং ক্লাবের মাধ্যমে তারা সবাই অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে জাতীয় দলে জায়গা তৈরি করার পাশাপাশি এলাকার সুনাম বয়ে আনবে। যারা ভাল খেলে আমি তাদের পাশে আছি বলে তিনি জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.