মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে সামাজিক সংগঠন ‘মানবসেবা’র’ আয়োজনে সমাজের অবহেলিত, স্নেহ ও ভালোবাসা বঞ্চিত এতিম শিশুদের নিয়ে বাইসাইকেল ভ্রমনের মত একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুইটি মাদ্রাসা থেকে আটজন শিশু শিক্ষার্থীদের নিয়ে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে বাইসাইকেল ভ্রমণের আয়োজন করা হয়।
এসময় ওই সংগঠনের সভাপতি রাসেল মাহমুদের দিকনির্দেশনায় সংগঠনের অন্যান্য সদস্যরা ওইসব শিক্ষার্থীদের বাই সাইকেলের পেছনের সিটে বসিয়ে প্রায় ৩১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিবর দিঘী দেখার উদ্দেশ্যে রওনা দেয়।
সংগঠনের পক্ষ থেকে জানা গেছে, পরিবারে বাবা, মা নেই এমন খুদে শিক্ষার্থীদের ৮ জনকে তালিকাভুক্ত করে বাইসাইকেল ভ্রমণ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মো, আসাদ হোসেন, মেহেদী হাসান, শামিম, মো. কাফি, মো. এহসান উল্লাহ, মো শিহাব হোসেনসহ ওই শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হেবজো প্রস্তুতি শিক্ষার্থী মো. হোরাইরা বলে, মানবসেবার রাসেল আঙ্কেল আমাদের সাইকেল ভ্রমণে অনেকদূর নিয়ে গিয়েছিলেন। দিঘিতে নৌকায় উঠেছি, দোলনায় উঠে খুব মজা করেছি। ‘মানবসেবা’ থেকে একটা জ্যাকেট দিয়েছে বলে সে জানায়।
মানবসেবা’র সভাপতি মো. রাসেল মাহমুদ বলেন, ‘বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমরা এতিম শিশু শিক্ষার্থীদের জন্য বাই সাইকেল ভ্রমণের আয়োজন করেছি। অনেকের বাবা নেই, মা নেই। স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত শিশুদের ভালোবাসা দিবসটি উৎসর্গ করার জন্যই আজকের এই আয়োজন।
১৫ views