মোঃ রুহেল আহম্মেদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ স্মৃতিসৌধ চত্বরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধনের পর সকলের দৃষ্টি কেড়েছে স্থানীয় সামাজিক সংগঠন ‘মানবসেবা’র’ সনাতন কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী স্টল।
এ স্টলে একসময়ের নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালী ও কৃষিকার্যে ব্যবহৃত বাঙালি ঐতিহ্যের বিলুপ্তপ্রায় ৩০ থেকে ৩৫ টি সনাতন কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী করা হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য- বেত দিয়ে তৈরি ধামা, দাঁড়ি পল্লা, কাঠা, বাঁশ ও শালপাতা দিয়ে তৈরি মাথল, গরুর মুখে লাগানো গোমাই, ডিম বাতি, হারিকেন, যাঁত, কাঠের তৈরি প্রসস্থ ধান মাড়াই পিঁড়া, কৃষিকাজে মাটি চাষের জন্য জোঁয়াল, লাঙ্গল, বাঁহক, আঁচড়া (বিদা), মই, খড় মাড়াই কাজে ব্যবহৃত কাঁড়ইল, ধান ভাঙ্গা ঢেঁকি, যাঁতা, বাঁশের তৈরি ডালি, চাঙ্গারি, চাউল ও ধান ঝাড়া কুলা, মাটির তৈরি ডাবর (সংরক্ষণ পাত্র) এবং গরুর গাড়ি উল্লেখযোগ্য।
কৃষি মেলায় ঘুরতে আসা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আফরোজা খানম, সনাতন কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী স্টল দেখে বিশমিত হয়ে বলে, এগুলো দিয়ে কি আগে চাষ করা হতো? সে এগুলো কখনোই দেখেনি বলে জানায়।
‘মানবসেবা’র’ প্রতিষ্ঠাতা সভাপতি রাসেল মাহমুদ জানান, ‘আমাদের বাপ-দাদারা গৃহস্থালি ও কৃষিকার্যে যেসব যন্ত্রপাতি ব্যবহার করতেন আজ তা বিলুপ্তপ্রায়। বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের বিলুপ্ত হয়ে যাওয়া এসব নিদর্শন তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাই আমার উদ্দেশ্য।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের জানান, ‘আমাদের তরুণ প্রজন্ম জানেনা যে, আগে আমাদের কিভাবে চাষাবাদ করা হত, কৃষি কাজে কি ধরনের যন্ত্রপাতি ব্যবহার হতো। বর্তমানে অত্যাধুনিক যন্ত্র হারভেস্টার মেশিন এসেছে কিন্তু আজ থেকে দশ বছর পর এর প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। তখন আরো অত্যাধুনিক কিছু আসবে।
প্রজন্ম থেকে প্রজন্মের এইযে একটা পরিবর্তন, এই পরিবর্তনটা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন আর সে কাজটি করেছে ‘মানবসেবা’।’
মোঃ রুহেল আহম্মেদ
ধামইরহাট, নওগাঁ প্রতিনিধি
১৬ views