রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ২৯ নভেম্বর ২০২৪ | ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
ধামইরহাটে ছাত্র-ছাত্রীদের (কোভিড-১৯) টিকা গ্রহণ
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণি:
নওগাঁর ধামইরহাট উপজেলায় ফাইজারের টিকার প্রথম ডোজ গ্রহণে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার (১২জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ এর সভা কক্ষে দীর্ঘ লাইনে শিক্ষার্থীরা কোভিড- ১৯ টিকা গ্রহণ করছে । সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে টিকা গ্রহণ করতে দেখা গেছে । এতে করে অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছেন । ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে অস্বস্থিবোধ করছেন অনেকেই।
শিক্ষার্থীরা জানান, বুথ সংখ্যা কম হওয়ায় আমরা ভোগান্তির শিকার হচ্ছি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে টিকা গ্রহণ করতে হচ্ছে যা আমাদের জন্য খুবই কষ্টকর। বুথ সংখ্যা বাড়ালে আমরা সহজেই টিকা গ্রহণ করতে পারতাম। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আমাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো না।
জানা গেছে, গত সোমবার (১০ জানুয়ারি) মহামারী করোনাভাইরা (কোভিড-১৯) সংক্রমণ রোধে ১১টি বিধি-নিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। জারিকৃত প্রজ্ঞাপনে ১৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১১ দফা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এর আগে শনিবার (৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠায়। এতে নিবন্ধিত ও অনিবন্ধিত ১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থীকে ১৫ জানুয়ারির মধ্যে কোভিড -১৯ প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। অন্যথায় শিক্ষার্থীরা শ্রেণীর কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।
এ বিষয়ে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার স্বপন কুমার বিশ্বাস জানান, শিক্ষার্থীদের ফাইজার ডোজের টিকা এসি রুমে গ্রহণ করতে হবে। কিন্তু রুমের স্বল্পতার কারণে বুথ সংখ্যা বাড়ানো সম্ভব হয়নি। এ জন্য শিক্ষার্থীরা কিছুটা ভোগান্তির শিকার হচ্ছে। বেশি শিক্ষার্থী হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.