মোঃ রুহেল আহম্মেদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সারা দেশের ন্যায় ধামইরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।শনিবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর ও আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আয়োজনে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে এসে মিলিত হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে স্থানীয় সাংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। অন্যদিকে সকাল থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে পদ্মা সেতু শুভ উদ্বোধন অনুষ্ঠানে জনোনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী বক্তব্য সরাসরি উপভোগ করেন শত শত জনতা।এছাড়াও বেলা বাড়ার সাথে সাথে দৃষ্টিনন্দন ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে খন্ড খন্ড শোভাযাত্রা দলীয় কার্যালয়ে এসে মিলিত হতে দেখা গেছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গনপতি রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ছাত্র-ছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।
১৩ views