রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
ধামইরহাটে পেট্রোল পাম্পে জরিমানা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর ধামইরহাটে তেলের পরিমাপে কারচুপি করায় মেসার্স ন্যাশনাল পেট্রোলিয়াম এ্যান্ড ফিলিং স্টেশন নামক একটি পাম্পে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১০ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ধারায় জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো. সিব্বির আহমেদ।
জানা গেছে, পেট্রোল পাম্পটি দীর্ঘদিন থেকে সাধারণ জনগনকে ওজনে কম তেল দিয়ে আসছিল। তারি ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতি লিটার পেট্রোল ওজনে প্রায় ১৪০মি.লি তেল গ্রাহকদের কম দেওয়ার প্রমান পাওয়া যায়। পরে ওই পাম্পটিকে ভোক্তা অধিকার আইনের ধারার মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এমন অভিযান পরিচালনা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।এসময় ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম, পেশকার মো. মেহেদী হাসান, স্যানিটারী ইন্সপেক্টর মো. আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.