মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ যোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। সোমবার(৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌরসভা, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা,
সরকারি-বেসরকারিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি রেলি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৭ই মার্চের ভাষণ প্রসঙ্গে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো, আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো, দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ
৭ views