রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
ধামইরহাটে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে লটারির মাধ্যমে ৬ষ্ট শ্রেনী হইতে ৯বম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত মোট ২৪৬ জন শিক্ষার্থীদের মধ্যে এ লটারি প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আজাহার আলী, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ জুলফিকার আলী শাহ , একাডেমিক সুপারভাইজার জনাব কাজল কুমার সরকার, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ হেমায়েত হোসেন, ধামইরহাট সোফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রহমান, সহকারি প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ, সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মফিদুল হক, হিরো কুমার সাহা সহ শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। জানা গেছে, গত নভেম্বর মাসের ২৭ তারিখ থেকে চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চলমান থাকে। এতে মোট ২৪৬ জন ভর্তির জন্য আবদেন করেন। তারই ধারাবাহিকতায় লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.