রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ২৯ নভেম্বর ২০২৪ | ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
ধামইরহাটে সাংবাদিকের বাড়ি থেকে মোবাইল ফোন চুরি
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে স্থানীয় সাংবাদিকের বাড়ি থেকে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পৌরসদরের দক্ষিণ চকযদু গ্ৰামের আবুল খায়েরের ছেলে ও ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবু মুসা স্বপ্নের বাড়ি থেকে তার ব্যবহৃত স্মার্টফোন (শাওমি পোকো) নকিয়া ৩৩১০ সহ আরও একটি চায়না মোবাইল ফোন চুরি করে চোরের দল। অনেক খোঁজাখুঁজির পরও মোবাইল ফোন না পাওয়ায় ওই দিন বিকেলে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করলে মামলা রেকর্ডের দু'ঘণ্টার মধ্যে থানার ওসি মোঃ মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস.আই মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স স্থানীয় আমাইতাড়া বাজার এলাকা থেকে একই গ্রামের রোকন উদ্দিনের ছেলে শীপন হোসেন (২১) কে গ্রেফতার করা হয় এবং চোরের হেফাজতে থাকা ৩টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে চোর শীপন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক কাজী জানান, ধৃত আসামী এলাকায় নিয়মিত ধুরন্ধর চোর। গ্রেপ্তারকৃত আসামীকে ২৩ ফেব্রুয়ারি চুরির মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িতদের গ্রেফতারের তৎপরতা ও মাঠে অভিযান অব্যাহত রেখেছে ধামইরহাট থানা পুলিশ।ভোর রাতে মোবাইল ফোন চুরি ও মামলার দু'ঘণ্টার মধ্যে চোরসহ মোবাইল ফোন উদ্ধার করায় ধামইরহাট থানার ওসি মোঃ মোজাম্মেল হক কাজীর প্রশংসা করেছেন উপজেলা সর্বস্তরের জনসাধারণ ও উপজেলা প্রশাসন। স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক মহল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.