রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
ধামইরহাটে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ ২২) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা শুরু করা হয়।
এরপর সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ স্মৃতিসৌধ চত্বরে শহীদ বেদীতে নওগাঁ- ধামইরহাট-পত্নীতলা আসনের স্থানীয় সাংসদ মো. শহীদুজ্জামান সরকার এর পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও এর সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, এনজিও, স্কুল ও কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রধান শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল আটটায় ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ক্রীড়া অনুষ্ঠান শেষে দুপুর ১২ টায় উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা শেষে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.