রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
ধামইরহাটে ৪৭ পরিবার পাচ্ছে স্বপ্নের জমি ও বাড়ি
মোঃ রুহেল আহম্মেদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে ফের ৪৭টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে স্বপ্নের জমি ও বাড়ি। উপজেলার ৪টি স্থানে এ প্রকল্পের মাধ্যমে দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ করছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রতিটি বাড়ী নির্মাণে সরকারের ব্যয় হয়েছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা। এতে ৪টি গ্রামে দুই শতাংশ জমির উপর দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা বাড়িতে আরও ৪৭টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই হলো।
রবিবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান, মুজিব বর্ষে ধামইরহাট উপজেলায় ১ম,২য় ও ৩য় ধাপে মোট ৪৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও বাড়ি হস্তান্তরের প্রক্রিয়া চুড়ান্ত পর্যায়ে রয়েছে, উপজেলার জোতওসমান গ্রামে ৯টি, ধনজয়নগরে ৯টি, মঙ্গলিয়ায় ৩টি এবং কাশিপুর গ্রামে ২টি। ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় ধামইরহাটেও ২১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও বাড়ি হস্তান্তরের উদ্বোধন করবেন। প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.