মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাটে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো. নাজমুল (৪৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। সোমবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার আমাইতাড়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আসামী উপজেলার খড়মপুর নামক এলাকার মৃত সমির উদ্দীনের ছেলে। প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়- জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে ওইদিন রাতে আমাইতাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ আসামী নাজমুলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার ধামইরহাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করণের মাধ্যমে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
১৬৬ views