রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
ধামইরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ এর সমন্বয় সভা অনুষ্ঠিত
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত আইন লঙ্ঘন ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর মধ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় দেশের ২৬ সদস্যের প্রতিনিধি অংশগ্রণ করেন।বুধবার (৯ মার্চ) বিকালে উপজেলার সীমান্ত পিলার ২৫৭/১৮-আর এর নিকটবর্তী রামচন্দ্রপুর নামক স্থানে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের পক্ষে ১৪ সদস্য বিশিষ্ঠ প্রতিনিধিত্ব করেন ব্যাটালিয়ন ১৪ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল এস এম নাদিম আরেফিন সুমন পিএসসি, জি এবং অপরদিকে ১২ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শ্রী শুপ্রিয়া বকত কমান্ড্যান্ট ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, আরাদপুর, মালদা। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অবৈধ অনুপ্রবেশ/সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী এলাকায় উভয় পক্ষের উন্নয়নমূলক কর্মকান্ড এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমন্বয় সভা শেষ হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.