রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।ধামরাই থানায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে মামলা দুটি হয় বলে জানিয়েছেন থানার পরিদর্শক (অপারেশনস) নির্মল কুমার দাস।তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান সোহরাবের পক্ষে তার স্ত্রী শেলী রহমান মামলা করেছেন। ওই মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।একই ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী কফিল উদ্দিনের পক্ষ থেকে অপর মামলাটি করেন তার কর্মী আমিনুল ইসলাম। মামলায় ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।ধামরাই থানার পরিদর্শক (অপারেশনস) নির্মল কুমার দাস বলেন, ‘স্বতন্ত্র ও নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় দুটি মামলা হয়েছে। তবে এখনও কাউকে আটক করা হয়নি।’সুয়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে শনিবার বেলা ১২টার দিকে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্বতন্ত্র প্রার্থীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।