রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
ধামরাইয়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত-২০
রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঢাকার ধামরাইয়ে সুয়াপুর ইউনিয়নে ইউপি নির্বাচনের প্রচারণাকালে আওয়ামী লীগ (নৌকা) প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা কফিলউদ্দিন ছেলের হাতের এক আঙ্গুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান সোহরাবের বিরুদ্ধে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ২০ জন। এদিকে হামলার জন্য একে অপরকে দায়ী করেছেন দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকরা।শনিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে সুয়াপুর বাজার ব্রিজের পাড়ে এ ঘটনা ঘটে।স্বতন্ত্র প্রার্থীর কর্মী সাকিমুদ্দিন জানান, দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন সোরহাবসহ তার কর্মীরা৷ এ সময় পেছন থেকে নৌকার সমর্থকরা সোরহাবের গাড়িবহরে হামলা চালায়। এতে সোরহাবসহ ১০ জন আহত হয়েছেন৷ তবে এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।নৌকার প্রার্থী কফিল উদ্দিনের ছেলে হান্নান বলেন, আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলাম। এ সময় সোরহাবসহ তার লোকজন আমাদের উপর হামলা চালায়। এতে আমার ভাই হালিমের এক আঙ্গুল কেটে পড়ে গেছে। সেই সঙ্গে আমাদের আরো ৭/৮ জন সমর্থক আহত হয়েছেন। ধামরাই থানার পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস বলেন, আমরা ঘটনাটি শুনেছি। পুলিশের দু'টি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা এখন সেখানে অবস্থান করছে৷ এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো। ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা বেগম বলেন, আমরা ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। এখনো কোনো পক্ষ আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়নি৷ তবে পরিস্থিতি সামলাতে সেখানে পুলিশ অবস্থান করছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.