রেদোয়ান হাসান,সাভার,ঢাকা, দৈনিক শিরোমণিঃ
ঢাকার ধামরাইয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গাড়ি চালকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের কালামপুর বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পুলিশ জানায়, দুপুরের দিকে ঢাকা থেকে মানিকগঞ্জগামী সুবর্ণ এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৪-০০৬৬) ও মানিকগঞ্জ থেকে ঢাকাগামী ট্রাকের (খুলনা মেট্রো-ট ১১-১৫৩৮) মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুইটি যানবাহনেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। পরে আহতদেরকে স্থানীয়দের সহায়তায় স্থানীয় কয়েকটি হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এ ঘটনার জেরে ঢাকা-আরিচা মহাসড়কের দুই লেনেই প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় ২ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এবিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে দুইটি গাড়িই উদ্ধার করা হয়েছে। আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া সড়কে যান চলাচলও স্বাভাবিক করা হয়েছে।
০ views