রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ৮ জানুয়ারি ২০২৫ | ২৪ পৌষ ১৪৩১ | ৭ রজব ১৪৪৬
ধামরাইয়ে মফস্বল সাংবাদিকতার বুনিয়াদি কর্মশালা
রেদোয়ান হাসান সাভার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মফস্বলে সাংবাদিকতাকে জনপ্রিয় ও সম্মানজনক করে গড়ে তুলতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে ঢাকার ধামরাইয়ে সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে 'ধামরাই রিপোর্টার্স ক্লাবের' উদ্যোগে এ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমির মুহাম্মদ জুয়েল, কাঠমুন্ডু ট্রিবিউনের ব্যুরো চীফ সিয়াম সারোয়ার জামিল ও ঢাকা ট্রিবিউনের জ্যেষ্ঠ সহসম্পাদক আহম্মেদ সার্জিন শরীফ। কর্মশালায় সংবাদ ও সাংবাদিকতা কি, সংবাদের কাঠামো, রিপোর্ট লেখার কলাকৌশল বিষয়ে আলোচনা করেন। এছাড়াও সংবাদের ধারণা ও কৌশল, সাংবাদিকতার চ্যালেঞ্জ, সম্ভাবনা, সাংবাদিকতার বর্তমান, ভবিষ্যত, করণীয়-বর্জনীয়, সংবাদ বিশ্লেষণ, ফিচার লিখন, ডিজিটাল নিরাপত্তার আইন, উপজেলা প্রতিনিধিদের সংবাদ পাঠানোয় করণীয়, মোবাইল জার্নালিজম, বেসিক ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নিয়ে কথা বলেন।কর্মশালা শেষে ধামরাই রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে অতিথিদেরকে ক্রেস্ট ও অংশগ্রহণকারী সাংবাদিকদেরকে সার্টিফিকেট দেয়া হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.