রেদোয়ান হাসান ,সাভার,ঢাকঃ ঢাকার ধামরাইয়ে মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের উন্নয়ন কাজসহ ১০টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কয়েকটি ইউনিয়নে এসব প্রকল্প উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
ঢাকা জেলা পরিষদের সহায়তায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে এ সকল উন্নয়ন কাজ সম্পন্ন হবে বলে জানান ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান।
প্রকল্পগুলো হলো, ইসলামপুর জামে মসজিদের উন্নয়ন, জামিয়া ইসলামিয়া হাফিজিয়া ইসলামপুর মাদ্রাসার দ্বিতীয় তলার নির্মাণ, নান্নার ইউনিয়নে এলোকেশী উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ, সুয়াপুর ইউনিয়নে সুয়াপুর উত্তরপাড়া পুকুরের ঘাটলা নির্মাণ, সুয়াপুর ইউনিয়নে নান্নার উচ্চ বিদ্যালয়ের তৃতীয় তলার নির্মাণ কাজ, ভাড়ারিয়া ইউনিয়ন এ ভাড়ারিয়া বাজার হতে শিমুলিয়া বাজারে যাওয়ার রাস্তা কার্পেটিং দ্বারা উন্নয়ন, বাইশাকান্দা ইউনিয়ন এ শিংশ্রী বাজার হতে সিংশ্রী দক্ষিণ পাড়া ব্রিজ পর্যন্ত রাস্তা এইচ বি বি দ্বারা উন্নয়ন, কুশুরা ইউনিয়নে কান্টাহাটি জামে মসজিদের নিচতলা মার্বেল পাথর স্থাপন, বাইশাকান্দা ইউনিয়ন এ বাইশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ হতে কাছৈর গ্রাম আমতলী রাস্তা আরসিসি ঢালাই, আমতা ইউনিয়নে বড় জ্যাঠাইল আল মদিনা জামে মসজিদ সংলগ্ন রাস্তা হতে ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা আরসিসি ঢালাই।
উন্নয়ন কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সাংসদ বেনজীর আহমদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা ও সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ খান লাল্টু প্রমুখ।
২ views