শিরোমনি ডেস্ক রিপোর্ট:ঢাকায় রাস্তার পাশে মেশিনে পাথর ভাঙার কাজ চলছে। ধুলা ছড়িয়ে গেছে চারপাশে। এ ছাড়া মাস্ক ব্যবহার না করে এভাবেই কাজ করেন শ্রমিকেরা।
ধুলা-দূষণের ফলে দিন দিন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। গাবতলী বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশে মেশিনে পাথর ভাঙার কাজ চলছে। ধুলা ছড়িয়ে গেছে চারপাশে। এ ছাড়া মাস্ক ব্যবহার না করে এভাবেই কাজ করেন শ্রমিকেরা।
ধুলা-দূষণের ফলে দিন দিন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। গতকাল গাবতলী বেড়িবাঁধ এলাকায় ছবি: সৈয়দ জাকির হোসেন ঢাকার বাতাসে নিশ্বাস নেওয়া বিপজ্জনক হয়ে উঠেছে। চলতি মাসের প্রথম ২৪ দিনের ২৩ দিনই এই শহরের বাতাস এতটাই খারাপ অবস্থায় ছিল যে একে বিপজ্জনক বলা হচ্ছে।
ঢাকার পাশের শহর নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরের বাতাস অবশ্য ঢাকার চেয়েও দূষিত থাকছে। এই মারাত্মক দূষিত বায়ু নিয়মিতভাবে রাজধানীসহ প্রধান শহরগুলোর অধিবাসীদের শরীরে প্রবেশ করছে। এতে তাঁদের আয়ু সাত থেকে আট বছর কমে যাচ্ছে।
দেশে যক্ষ্মা ও এইডসের মতো রোগের চেয়ে বায়ুদূষণজনিত রোগে মৃত্যু বেশি হচ্ছে। হঠাৎ এতে মৃত্যু না হলেও তা ধীরে ধীরে নানা রোগে রাজধানীবাসীকে আক্রান্ত করছে। ফলে এটি এই শহরের অধিবাসীদের জন্য নীরব ঘাতক হয়ে উঠছে।
বাতাস নির্মল করার দায়িত্বে থাকা সরকারি সংস্থাগুলোর অবহেলার কারণে এই মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে