রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
নওগাঁয় উদ্ধারকৃত বিলুপ্ত প্রজাতীর কচ্ছপ অবমুক্ত
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্য বাহী জবই বিলে একটি বিলুপ্ত প্রজাতীর ভারতীয় সন্ধি কচ্ছপ অবমুক্ত করা হয়েছে।
সুত্রে জানাগেছে গত ২৩ জুন উপজেলার আইহাই ইউনিয়নের জেলেদের জালে বিলু্প্ত প্রায় কচ্ছপটি উঠে আসে। এসময় আশড়ন্দ উত্তর পাড়া গ্রামের লিটন হোসেন জেলেদের নিকট থেকে কচ্ছপটি উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।
সংবাদ পেয়ে জবইবিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার সদস্যগণ সেখানে দেখেন যে কচ্ছপটি একটু অসুস্থ। পরে বিষয়টি বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগ রাজশাহী, বন্যপ্রাণি পরিদর্শক জনাব জাহাঙ্গীর হোসেন কে অবগত করা হলে তিনি প্রাথমিক চিকিৎসা ও খাবার এর বর্ণনা প্রদান সহ কচ্ছপটির প্রজাতী সনাক্ত করেন। তার মতে উদ্ধারকৃত কচ্ছপটি বিলুপ্ত প্রায় ভারতীয় সন্ধি কচ্ছপ। কচ্ছপটি সংগঠনের সদস্যদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। উদ্ধারকৃত কচ্ছপটি একটু সুস্থ হলে আইহাই ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী জবই বিল (ডুমরইল+মাহিল+কালিন্দর) এ গত ২৫ জুন বিকেলে আনুষ্ঠানিক ভাবে অবমুক্ত করা হয়।
উক্ত অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল্ল্যহ আল মামুন,আইহাই ইউপি চেয়ারম্যান জনাব মোঃ জিয়াউজ্জামান টিটু, সংগঠনের সভাপতি সোহানুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, মৎস্যজীবি সমিতির সভাপতি সহ সংগঠনের সকল সদস্য সেখানে উপস্থিত ছিলেন। কচ্ছপ অবমুক্ত করন কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন এ বিলের আরো বেশি কচ্ছপ অবমুক্ত করতে হবে, পাখির পাশাপাশি বিলের জলে বিভিন্ন প্রাণি যেন পানির ভারসাম্য রক্ষা করতে পারে । তিনি সংগঠনের সাথে একাত্বতা করে কাজ করার কথাও বলেন । পরিশেষে তিনি এমন বিলুপ্ত সন্ধি কচ্ছপ সহ সকল বিলুপ্ত প্রাণি রক্ষায় সকলকে একসাথে কাজ করতে হবে। এ ধরনের প্রাণি যেন কোন সময় ক্ষতির সম্মুখীন না হয় এ বিষয়ে সকলের প্রতি তিনি আহবান জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.