রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
নওগাঁয় কৃষক পেল স্বল্প সুদে সহজ শর্তে কৃষি ঋণ
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন আাইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, সহকারী কমিশনার( ভূমি) আজিজুল কবির, কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার , মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, অগ্রণী ব্যাংক পত্নীতলা শাখার ব্যবস্থাপক মাহামুদুন্নবী, জনতা ব্যাংকের ব্যবস্থাপক নাজিম উদ্দিন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক স্বপন হোসেন , থানার ওসি পলাশ চন্দ্র দেব, বিআরডিবি অফিসার প্রহ্লাদ কুমার, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ সহ বিভিন্ন দপ্তরের অফিস প্রধান কর্মকতা কর্মচারী সাংবাদিক সুধিজন প্রমূখ। উপজেলার অগ্রণী, কৃষি, জনতা, সোনালী ইসলামী, মার্কেন্টাইল, সাউথ বাংলা, পল্লী সঞ্চয়, কর্মসংস্থান, বিআরডিবি সহ মোট ১০ টি স্টল খুলে মেলায় অংশ গ্রহণ করেন। এসব ব্যাংকের আওতায় কৃষি খাতে উৎপাদন বাড়াতে কৃষক কে উৎসাহ দিতে উপজেলার প্রায় ৩ শ কৃষকের মাঝে সরাসরি সহজ শর্তে স্বল্প সুদে নগদ ও চেকের মাধ্যমে প্রায় ২ কোটি ৬২ লক্ষ টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.