মাহবুব আলম রানা নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ জিলা স্কুল মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক। সাত বছর পর নওগাঁয় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় সম্মেলন ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ নভেম্বর নওগাঁ পৌর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে দেওয়ান ছেকার আহমেদকে সভাপতি ও মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়। তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও গত সাত বছরে কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের উপস্থিত থাকার কথা আছে। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তথ্যমন্ত্রী সম্মেলনে যোগ তেননি বলে জানা গেছে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার উপস্থিত রয়েছেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সদস্য নূরুল ইসলাম, সাংসদ শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দিন তরফদার, নিজাম উদ্দিন জলিল, আনোয়ার হোসেন প্রমুখ সম্মেলনে যোগ দিয়েছেন।প্রথম অধিবেশনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সম্মেলন উপলক্ষে সকাল থেকেই পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে দলীয় নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসতে শুরু করেন। সকাল ১০টার পর নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা লোকারণ্য হয়ে যায়।নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক দেওয়ান ছেকার আহমেদ বলেন, সমঝোতা না হলে কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচিত হবে। সম্মেলনে ২৩৮ জন কাউন্সিলর ভোট দেব।
১৬ views