রহমতউল্লাহ নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নওগাঁর আত্রাইয়ে ইসলাম গাথী মাঠ এলাকা থেকে মো, আকাশ (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ।বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার ইসলামগাথী বিলের মধ্যে এক পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আকাশ উপজেলার ইসলামগাথী গ্ৰামের আজিজুল ইসলামের ছেলে। সে একটি হাঁসের খামারে কাজ করতেন। পুলিশ ও এলাকা সুত্রে , আকাশ এক খামারে কাজ করতো ইসলামগাথী বিলের মধ্যে এক পুকুর পাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান প্রতিবেশীর।পরে পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়।আত্রাই থানা তদন্ত (ওসি) মোঃ মোজাম্মেল হক কাজী জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর তা জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]